My first blog about ajax

Ajax কি?

AJAX stands for Asynchronous JavaScript and XML

অ্যাজাক্স আমাদের ডিভাইসে পর্দার আড়ালে ক্ষুদ্র ক্ষুদ্র তথ্য বিনিময়ের মাধ্যমে কোনো ওয়েব পেজকে এসিনক্রোনাসলি/ একপক্ষভাবে পরিবর্তন করে। এটার অর্থ হচ্ছে ওয়েবপেজের সম্পূর্ণ অংশ লোডিং হওয়া ছাড়াই সেই ওয়েব পেজের কোনো অংশ পরিবর্তন করা সম্ভব।

Simply act of sending & receiving data asynchronously using javascript. transfrring data to and form thr server without requiring a full page reload

Remember its Ajax is not a programming language, it's a technique for creating fast & dynomic webpages.


  • some appilcation of ajax: Google map, gmail, google , youtube, facebook etc.
  • we can use ajax for simple attendence system school/college/office

GET বনাম POST

সার্ভার এবং ব্রাউজার এর মধ্যে তথ্য আদান-প্রদানের জন্য সর্বজন ব্যবহৃত দুটি মেথড হলোঃ GET এবং POST
  • GET - নির্দিষ্ট উৎস হতে তথ্য পাওয়ার জন্য অনুরোধ পাঠানো।
  • POST - নির্দিষ্ট উৎসের কাছে প্রক্রিয়ার জন্য তথ্য সাবমিট করা।
সার্ভার থেকে তথ্য পুনরুদ্ধার/পাওয়ার জন্য সাধারণত GET মেথড ব্যবহার করা হয়। GET মেথড cacheডাটা ফেরত পাঠাতে পারে।
POST মেথডও সার্ভার থেকে তথ্য পাওয়ার জন্য ব্যবহার করা যেতে পারে। তবে POST মেথড কখনোই তথ্যকে cache করে না বা ধরে রাখে না। POST মেথডকে প্রায়ই অনুরোধ(request) এর মাধ্যমে তথ্য সাবমিট করার জন্য ব্যবহার করা হয়।

Next পর্বে আমরা দেখব ,Ajax & jquery মধ্য সম্পর্ক আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ


zilani
mawlana bhasani science & technology university

about me

i always a student,never a master. I have to keep moving forward.

linkedin: https://www.linkedin.com/in/abdulkader-zilani-6b893518b/



Comments